রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৪:০১, ১৩ এপ্রিল ২০২১

কাপ্তাইয়ে টিসিবির পণ্য বিক্রি শুরু

কাপ্তাইয়ে টিসিবির পণ্য বিক্রি শুরু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাইয়ে আবারো খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই ইউনিয়ন কার্যালয়ের পার্শ্বে রিভার ভিউ পার্ক এলাকায় টিসিবির মাধ্যমে ন্যায্যমুল্যের পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই  ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন রাজধন, তজমুল আলী, বীর মুক্তিযোদ্ধা ইস্রাফিল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নু্রু উদ্দিন সুমন ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতির মোঃ কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্য বিধি মেনে ক্রেতা সাধারণকে লাইনে দাঁড়িয়ে এসব পণ্য কিনতে দেখা গেছে।

টিসিবির কাপ্তাই উপজেলার ডিলার বির্দশন বড়ুয়া জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সার্বিক নির্দেশনায় সরকার নির্ধারিত মূল্যে সয়াবিন তেল প্রতি লিটার ১শ' টাকা, ডাল প্রতি কেজি ৫৫ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, ছোলা প্রতি কেজি ৫৫ টাকা এবং খেজুর প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়