রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:১৬, ২২ এপ্রিল ২০২১

কাপ্তাইয়ে হিলফুল ফুযুলের “মানবতার ঝুড়ি” স্থাপন

কাপ্তাইয়ে হিলফুল ফুযুলের “মানবতার ঝুড়ি” স্থাপন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুল যুব কাফেলার পক্ষ ঘেকে উপজেলার বড়ইছড়ি, চন্দ্রোঘোনা লিচুবাগান, নতুন বাজার এলাকার বিভিন্ন মুদি ও ফল দোকানে “মানবতার ঝুড়ি” স্থাপন করা হয়েছে গত বুধবার (২১ এপ্রিল)।

কাপ্তাই নতুন বাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রমজান মাস উপলক্ষে সারা বছরের জন্য এই  উদ্যোগ গ্রহণ করা হয়।

যাতে করে খদ্দের খরিদকৃত পণ্য-দ্রবাদি হতে দরিদ্র-অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঝুড়িতে রেখে যাওয়া অংশ বিলিয়ে দিয়ে হাসি ফুটানো যায় দুস্থদের মুখে।

এ সময় উপস্থিত ছিলেন, হিলফুল ফুযুল যুব কাফেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আসিফুল ইসলাম বলেন, সকলে মিলে নিজ স্থান থেকে এগিয়ে আসলে অসহায় পরিবার ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়