রাঙামাটি । বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:১৭, ১০ ফেব্রুয়ারি ২০২২

কাপ্তাই তথ্য অফিসের সাম্প্রদায়িকতা বিরোধী সরকারি কথামালা প্রচার

কাপ্তাই তথ্য অফিসের সাম্প্রদায়িকতা বিরোধী সরকারি কথামালা প্রচার
​​​​​​​কাপ্তাই তথ্য অফিসের সাম্প্রদায়িকতা বিরোধী সরকারি কথামালা প্রচার করা হচ্ছে।

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে সাম্প্রদায়িকতা বিরোধী সরকারি কথামালা প্রচার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা সদর, শীলছড়ি বাজার, বালুচর, চিৎমরম কিয়াং ঘাট, নতুন বাজার, জেটিঘাট এলাকায় সড়ক প্রচারের মাধ্যমে এই কথামালা প্রচার করা হয়। এ সময় উগ্রবাদ ও ধর্মের অপব্যাখ্যাকারীদের কাছ থেকে দূরে থাকা, গুজব রটানো, প্রতিহিংসার রাজনীতি ও অপরাজনীতি থেকে বিরত থাকা, অন্যের মতের প্রতি শ্রদ্ধা প্রর্দশন করাসহ প্রভৃতি জনস্বার্থ বিষয় প্রচার করা হয়।

কাপ্তাই তথ্য অফিসার মোঃ হারুনের নেতৃত্বে এই কথামালা প্রচার করা হয়। এ সময় তথ্য অফিসের অফিস সহকারী শফিউল আজিম এই প্রচার কাজে সহায়তা করেন।

কাপ্তাই তথ্য অফিসার মোঃ হারুন জানান, বৃহস্পতিবার থেকে কাপ্তাই উপজেলায় এই প্রচার কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলায়ও সাম্প্রদায়িকতা বিরোধী সরকারি এই কথামালা প্রচার করা হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়