রাঙামাটি । মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১০ আশ্বিন ১৪৩০

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:১১, ৩ অক্টোবর ২০২২

নানিয়ারচরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

নানিয়ারচরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

রাঙামাটির নানিয়ারচরে অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মৃত্যুবরণকারী নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়াদাম গ্রামের বিন্দু লাল চাকমার ছেলে দেবরাস চাকমা (২৪)।

তার ভাই মানিক লাল চাকমা জানিয়েছে, সোমবার ৩ অক্টোবর মধ্য রাত ১টার দিকে নিকটতম প্রতিবেশী অমর সিং চাকমা (৪০) ও তার ভাই দেবরাস চাকমা একসাথে মদপান করেছিল। অতিরিক্ত মদ্যপান করায় তার ভাই দেবরাস চাকমা অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানার পর পরিবারের লোকজন তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায় এবং রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

দেবরাসের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার। 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ