রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:১৫, ৫ মার্চ ২০২৩

আপডেট: ১৮:১৫, ৫ মার্চ ২০২৩

​​​​​​​স্মার্ট রাঙামাটি গড়ার লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তির বিকল্প নেই : মতবিনিময় সভায় বক্তারা

​​​​​​​স্মার্ট রাঙামাটি গড়ার লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তির বিকল্প নেই : মতবিনিময় সভায় বক্তারা

রাঙামাটিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মার্চ) বেলা ২টা ৩০ মিনিটে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বর্তমানে দেশে বিপ্লব ঘটেছে। তাই এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্বপ্ন দেখছে। স্মার্ট বাংলাদেশ করতে হলে আগে স্মার্ট জেলা করতে হবে। তারই লক্ষ্যে রাঙামাটি জেলাকে কিভাবে স্মার্ট করা যায় সেটি নিয়ে কাজ চলছে। আর স্মাট রাঙামাটি গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। আমরা আগামী ২০৪১ সাল বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। আর সেই সঙ্গে বাংলাদেশ হবে ‘স্মাট বাংলাদেশ।

মত বিনিময় সভায় অনান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন সরকারী অফিসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়