নানিয়ারচরে নতুন ইউএনও মোহাম্মদ আমিমুল এহসান খান’র যোগদান

রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আমিমুল এহসান খান।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার মুক্তার নবাগত ইউএনও মোহাম্মদ আমিমুল এহসান খানকে দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার মুক্তার এর বিদায় ও নবাগত ইউএনও মোহাম্মদ আমিমুল এহসান খান এর বরণ অনুষ্ঠান করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার মুক্তার ও নবাগত (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান।
এর আগে নবাগত ইউএনও মোহাম্মদ আমিমুল এহসান খান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন এবং বদলিজনিত কারণে বর্তমান ইউএনও মো. শাহরিয়ার মুক্তার যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে।
বক্তব্যতে ইউএনও মো. শাহরিয়ার মুক্তার বলেন, মাত্র ৭ মাসে নানিয়ারচরের মানুষের মাঝে এতটা সহযোগিতা পেয়ে কাজ করতে পারব তা আমি কল্পনা করিনি, আমার আশ্বাস থাকবে নবাগত ইউএনও যিনি এসেছেন আপনারা আমার মত উনাকেও সব কিছুতে সহযোগিতা করবেন।
বক্তব্যে নবাগত (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান বলেন, আমাকে অনেক জায়গায় যেতে বলা হলেও আমি নানিয়ারচর উপজেলাতেই আসার জন্য চেষ্টা করেছি এবং আসতে পেরেছি। জেলা প্রশাসক মহোদয়ের কাছে শুনেছি নানিয়ারচর হচ্ছে বাংলাদেশের সিংঙ্গাপুর। আসলেই আমি গতকাল এসে এখানকার পরিবেশ দেখে মুগ্ধ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।