রাঙামাটি । রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ , ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৩:১৮, ১৪ নভেম্বর ২০২৩

আপডেট: ১৩:৩৭, ১৪ নভেম্বর ২০২৩

রাঙামাটিতে হত্যা মামলার আসামী জেএসএস’র কমান্ডার শ্যামল চাকমা আটক 

রাঙামাটিতে হত্যা মামলার আসামী জেএসএস’র কমান্ডার শ্যামল চাকমা আটক 
 ফাইল ছবি

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য রূপান্ত চাকমার হত্যা মামলার আসামি শ্যামল চাকমা (৪৭) কে আটক করা হয়েছে।

গত সোমবার বিকেলে রাঙামাটি শহরের (কে কে রায় সড়ক) এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, রাঙামাটি শহরে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি পিসিজেএসএস (সন্তু)’র সক্রিয় সদস্য এবং কোম্পানী কমান্ডার বলে জানা গেছে। আটককৃত শান্তিময় চাকমা রাঙামাটির বাঘাইছড়ির সারোয়াতলীর বাসিন্দা বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ।

সে কি কারণে রাঙামাটিতে আসছে এবং কার কার সাথে সে যোগাযোগ করেছে সে সকল বিষয়ে বিশদ খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একজন উদ্বর্তন কর্মকর্তা।

এদিকে, আটকের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন জানান, আমরা তাকে সোমবার বিকেলে রাঙামাটি শহরের (কে কে রায় সড়ক) এলাকা থেকে আটক করেছি। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে, এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তাবাহিনীর সূত্র জানিয়েছে, আটককৃত ব্যক্তি পিসিজেএসএস (সন্তু)’র সশস্ত্র গ্রুপের সক্রিয় সদস্য এবং কোম্পানী কমান্ডারের দায়িত্ব পালন করতো। সে প্রায় সময় ভারতে আসা-যাওয়া করতো। পিসিজেএসএস (সন্তু)’র সক্রিয় গ্রুপে সে শ্যামল চাকমা এবং ভারতে সে আশিষ চাকমা নামে পরিচয় বহণ করতো।

ছবি: আলোকিত রাঙ্গামাটি

একটি সূত্র জানিয়েছে, সে পিসিজেএসএস (সন্তু)’র সশস্ত্র গ্রুপের সাথে সরাসরি সম্পৃক্ত এটা নিশ্চিত হওয়া গেছে তার কাছেই প্রাপ্ত একটি ছবি থেকে। ছবিটিতে দেখা গেছে, অপর দু’জনের সাথে মধ্যখানে সে বিদেশী ভারী রাইফেল নিয়ে বসে আছে। অপর দু’জনের কাছেও একই ধরনের একে-৪৭ এর মতো অস্ত্র রয়েছে।

ছবি: আলোকিত রাঙ্গামাটি

সূত্রটি জানিয়েছে, আটককৃত ব্যক্তি ভারতের বিভিন্ন ব্যাংকে একাউন্ট রয়েছে এবং সেখানের নাগরিকত্ব রয়েছে তার।

ছবি: আলোকিত রাঙ্গামাটি

বিশ্বস্থ একটি সূত্র জানিয়েছে, আটককৃত ব্যক্তি একটি আঞ্চলিক দলের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির সাথে তার সরাসরি যোগাযোগ রয়েছে। এছাড়াও সে ভারতে করুনালংকার ভান্তের ডান হাত বলে জানিয়েছে সূত্রটি। এছাড়াও উক্ত ব্যক্তি ভারত থেকে সীমান্ত দিয়ে আঞ্চলিক দলের জন্য অস্ত্র আনা নেওয়ার দায়িত্ব পালন করে।

জিজ্ঞেসাবাদ শেষে রাঙামাটিতে পিসিজেএসএস (সন্তু) গ্রুপ কর্তৃক এক ইউপিডিএফ (প্রসীত) দলের সদস্যকে হত্যা পরবর্তী মামলা রজু হয় গত ১৪ মে ২০২৩ তারিখ রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মানিকছড়ির ছক্রাছড়া এলাকায় (মানিকছড়ি এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উত্তর পাশে) পিসিজেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ (প্রসীত) সদস্য রূপান্ত চাকমা ওরফে লেজা (৪৭) কে গুলি করে হত্যার করা হয় বলে জানা যায়।

বিভিন্ন সূত্রে জানা যায়, রূপান্ত চাকমা সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বের হলে বর্ণিত এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা পিসিজেএসএস (সন্তু) গ্রুপের একদল অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনালস্থলেই সে নিহত হন। তাকে হত্যার পর ৫/৬ জন সশস্ত্র সন্ত্রাসীরা রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হয়ে মানিকছড়ির দক্ষিণ দিকে আমছড়ি-ডিপ্পোছড়ির দিকে চলে যায় বলে জানা যায়।

উল্লেখ্য, গত ১৪ মে উক্ত মৃত রূপান্ত চাকমার স্ত্রী সোনালী চাকমা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে কোতোয়ালী থানায় একটি অজ্ঞাতনামা মামলা রজু করা হয়। পরে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।