রাঙামাটি । সোমবার, ২০ মে ২০২৪ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৫:১২, ১০ মে ২০২৪

আপডেট: ১৫:১৮, ১০ মে ২০২৪

রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মে) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা আখতার। এ সময় প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৩টি কেন্দ্রে ৩ হাজার ২শ’ ৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অন্যদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা আখতার বলেন, রাঙামাটিতে সবার সহযোগিতায় গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু করতে পেরেছি। পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য আইন-শৃংখলা বহিনীসহ সকলকে ধন্যবাদ জানান।

এ, বি এবং সি তিনটি ইউনিটে মোট ১৪ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ