রাঙামাটি । শুক্রবার, ০৩ মে ২০২৪ , ১৯ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২২

কাপ্তাই হ্রদ দূষণ ও দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হবে: ডিসি

কাপ্তাই হ্রদ দূষণ ও দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হবে: ডিসি
আলোচনা সভায় বক্তব্য রাখছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

কাপ্তাই হ্রদে দূষণ ও দখলমুক্ত রাখতে রাঙামাটি কাপ্তাই হ্রদ এলাকায় অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, কাপ্তাই হ্রদের যেকোন এলাকায় দূষণ ও দখলের বিষয়ে জেলা প্রশাসনকে তথ্য দেয়ার জন্য আহবান জানান।

রবিবার (২৫ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়া, রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, জেলা স্কাউট কমিশনার নুরুল আবছারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়