রাঙামাটি । শুক্রবার, ০৩ মে ২০২৪ , ১৯ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:১৪, ৭ এপ্রিল ২০২০

বৃষ্টিপাত নিয়ে যা বললো আবহাওয়া অফিস

বৃষ্টিপাত নিয়ে যা বললো আবহাওয়া অফিস

ফাইল ফটো


সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরো জানায়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাঙামাটি, রাজশাহী, পাবনা ও সিলেট অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৭মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৩মিনিটে। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়