রাঙামাটি । রোববার, ১৯ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:১৬, ১৮ আগস্ট ২০২২

প্রাইভেটকারে গার্ডার: ক্রেনচালকসহ ৯ জন গ্রেফতার

প্রাইভেটকারে গার্ডার: ক্রেনচালকসহ ৯ জন গ্রেফতার
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ সদস্য নিহতের ঘটনায় ক্রেনচালকসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে চালকের সহকারী ও নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীও রয়েছেন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেটকারের ওপর পড়ে একই পরিবারের পাঁচজন নিহত হন। এরপর থেকেই নজরদারি বাড়ায় র‍্যাব। দুর্ঘটনার পর থেকে বুধবার সারাদেশে অভিযান চালায় র‍্যাব সদর দফতরের একটি দল। এরপর ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটে অভিযান চালিয়ে ক্রেনচালকসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ঘটনার পরপরই জড়িতরা ঢাকা থেকে বিভিন্ন এলাকায় পালিয়ে আত্মগোপনে ছিলেন। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।