রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৩২, ২২ জানুয়ারি ২০২০

রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বুধবার (২২ জানুয়ারি) সকালে রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, একাডেমিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।

এসময় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডেও তোমাদের প্রতিভাকে বিকশিত করতে হবে। যে প্রতিভা এ অনুষ্ঠানে তোমরা উপস্থাপন করেছো এটিকে ধরে রাখতে হবে। 

তিনি আরো বলেন, এ স্কুলের অনেক শিক্ষার্থী আজ এই স্কুলের শিক্ষক ও এ জেলার মেয়র, এটি খুবই গর্বের বিষয়। তাদের ন্যায় তোমরা নিজেদেরকে সেভাবে গড়ে তোলো যাতে আগামীতে এদের চাইতে বড় পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারো। আগামীতে তোমরাই এ জেলা তথা দেশকে এগিয়ে নিতে যেতে হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়