রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৪৭, ৩০ এপ্রিল ২০২৩

আপডেট: ১৩:৪৮, ৩০ এপ্রিল ২০২৩

রাঙামাটিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১০ হাজার শিক্ষার্থী

রাঙামাটিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১০ হাজার শিক্ষার্থী

সারাদেশের ন্যায় রাঙামাটিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার মোট ৩৪টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।

রাঙামাটি জেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১০ হাজার ১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যার মধ্যে এসএসসিতে ৮ হাজার ৩৯১ জন, ভোকেশনালে ১ হাজার ৬৩ জন ও দাখিলে ৫শ’ ৪৭ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলার প্রতিটি কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে। বেলা ১টায় পরীক্ষা শেষ হবার কথা রয়েছে। প্রতিটি কেন্দ্রের বাহিরে বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিতি ছিলেন।

জনপ্রিয়