রাঙামাটি । শনিবার, ০৪ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৫০, ১৯ ডিসেম্বর ২০২০

উৎপাদনের ১৫ দিন আগেই বাজারে এলো খাঁটি সরিষার তেল, ছবি ভাইরাল

উৎপাদনের ১৫ দিন আগেই বাজারে এলো খাঁটি সরিষার তেল, ছবি ভাইরাল

ছবি: ফেসবুক থেকে নেয়া


কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে একটি সরিষার তেলের বোতলের ছবি ঘুরছে। ছবিটি একটি ছোট সরিষার তেলের বোতলের। এর উৎপাদনের তারিখ বসানো হয়েছে আগামী ১ জানুয়ারি ২০২১ সালের! এই প্রতিবেদন লেখার সময় থেকেও ১১ দিন পরে সরিষার তেলের উৎপাদন দেখানো হচ্ছে।

ছবিতে কোনোভাবেই মিলেনি ফটোশপের ছোঁয়া। ছবিটির উৎস সম্পর্কেও সঠিক জানা যায়নি। এমন বিষয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত নেটিজেনরা প্রতিক্রিয়া জানাচ্ছেন। 

ছবিটি পোস্ট করে সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একজন লিখেছেন, ‘এটা কিভাবে সম্ভব? জন্মের আগেই পৃথিবীতে ক্যামনে?' তার নিচে একজন উত্তর দিয়েছেন, ‘আপনি যেখানে বসবাস করেন সেখানে সবই সম্ভব, এটা তো সামান্যই।’

প্রচুর প্রতিক্রিয়া এসেছে ছবিটিকে ঘিরে। একজন লিখেছেন, ‘এই হচ্ছে দেশের অবস্থা, উৎপাদনের আগেই পণ্য হাতে চলে আসছে।' আরেকজন একই কথা লিখেছেন, 'উৎপাদনের আগেই হাতে পেয়ে গেছি খাঁটি সরিষার তেল।’

এই ছবি নিয়ে অনেক প্রতিক্রিয়া দেখা গেলেও এটি কোন প্রতিষ্ঠানের, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়