রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৯:০২, ২৬ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

ভালোবেসে তোমার ছবি আঁকি

ভালোবেসে তোমার ছবি আঁকি

১২ টা বাজতে খানিক সময় বাকি
আমি যে কি লিখি !
পদ্ম পাতার জলের উপর ছবি কি করে আঁকি?
আমি যে পদ্ম পাতার জল, স্থলে কি করে থাকি?
১২ টা বাজতে অল্প কিছু বাকি!

তুমি যখন বললে, ভালবাসো কি আমার শেষ আলোর রংধনু? 
আমি ম্লান হেসে বললাম, জলেই যখন গড়ন বাষ্প হতে কিসের এতো বাড়ন
নিঃশেষ জলের আলোর খেলায় রংধনুর বরণ ।
আর তোমার গোধুলীর স্বপ্ন তরু? সেই আমি তপ্ত মরু, শীতল হবো বলে
প্রতি ক্ষনে ক্ষনে দুমড়ে মরি সে এক অদ্ভুদ ভালোবাসার ছলে।

ভালোবাসা যখন ফিসফিস গল্প হয়ে যায়
মনে রেখো সে ভালোবাসা নয়, ভালোবাসার জরাজীর্ন ছাই
উপন্যাসের নায়িকা যদি হও, ভয় তবে কিসে তুমি পাও
আজকের এই পরিচিত জন দিবেনা কখনো গোলাপের পলেপন
মেয়ে ভয় তবে কিসে তুমি পাও?

আজ তোমায় যা দিয়েছি স্বযতনে 
আলোর ধারায় ভেসে যেয়ে তুমি মনে রেখো এই পাগলের পানে
সে তোমায় ভালোবেসেছে রক্তচক্ষু সমাজ উপেক্ষা করে স্বংগোপনে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়