রাঙামাটি । সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:০৩, ১৯ জানুয়ারি ২০২০

ফটিকছড়িতে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক জনসচেতনতামূলক সভা

ফটিকছড়িতে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক জনসচেতনতামূলক সভা

কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ৬ মাস পূর্ণ শিশুর সঠিক বৃদ্ধিতে বাড়তি খাবার ও পুষ্টিমান রক্ষার্থে বৈচিত্রপূর্ণ উপায়ে ঐতিহ্যবাহী খাবার গ্রহণসহ স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতার বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারী ফটিকছড়ি ইউনিয়নের বর্মাছড়ি গ্রামে লিন প্রকল্পের সহযোগীতায় বর্মাছড়ি পাড়া নারী উদ্যোক্তা সেন্টারের আয়োজনে দিন ব্যাপী এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জুম ফাউন্ডেশন এনজিও'র নির্বাহী পরিচালক সুজল কান্তি চাকমা, লিন প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজীব দাশ গুপ্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাবু তরুন চাকমা, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা  দীপন চাকমা, উপজেলা হেলথ্ কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক  রন্জন বিকাশ চাকমা ও ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মিজ সন্ধ্যা রানী চাকমাসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ৷

অনুষ্ঠানে ঘাগড়া কিশোর কিশোর দল নেত্রী মিজ নুপুর চাকমার পরিচালনায় বর্মাছড়ি কিশোর কিশোর দল ও ঘাগড়া কিশোর কিশোরী দলের স্বাস্থ্য, পুষ্টি ও বাল্য বিবাহ প্রতিরোধের মতবিনিময়ের পাশাপাশি ঐতিহ্যবাহী বিভিন্ন নাচ ও গান পরিবেশন করা হয় এবং লিন প্রকল্পের পক্ষ থেকে কিশোর কিশোরীদেরকে স্যানিটেরি প্যাড, নেইল কাটার, টুট ব্রাশ, টুট পেস্ট ও সাবান বিতরণ করা হয়৷

অনুষ্ঠানে কিশোর কিশোরী ও প্রাপ্ত বয়স্ক মহিলাদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কুইজ কুইজ প্রতিযোগীতা আয়োজনের মাধ্যমে ৩ জন কুইজ বিজয়ী কিশোরী ও ৩ জন কুইজ বিজয়ী প্রাপ্ত বয়স্ক মহিলাকে পুরস্কৃত করা হয়৷
এরপর শিশুদের খিচুরি ও বয়স্কদেরকে ঐতিহ্যবাহী খাবার পাজন তরকারী পরিবেশনের পর ঘাগড়া কালচারাল একাডেমী কর্তৃক পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক লোক সঙ্গীত ও পথ নাটিকা পরিবেশন করা হয়৷

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়