রাঙামাটি । শনিবার, ১৮ মে ২০২৪ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৪৫, ৫ মে ২০২৪

অসহায়দের সহায়তায় কাপ্তাই সেনা জোন চালু করল “মানবতার দেয়াল”

অসহায়দের সহায়তায় কাপ্তাই সেনা জোন চালু করল “মানবতার দেয়াল”

অসহায়দের সহায়তা করতে কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন)’র উদ্যোগে চালু করা হলো “মানবতার দেয়াল”।

সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল (পিএসসি)’র দিক-নির্দেশনায় স্থানীয় গরীব, অসহায় ও দুস্থ মানুষদের সহায়তার উদ্দেশ্যে কাপ্তাই নতুন বাজার সংলগ্ন রিভার ভিউ পার্কের দেয়ালে এই “মানবতার দেয়াল” স্থাপন করা হয়েছে। এখানে কাপ্তাই সেনা জোনের সেনা সদস্যদের অপ্রয়োজনীয় পোষাক দিয়ে মানবতার দেয়ালের কার্যক্রম শুরু করা হয়।

জোন কমান্ডার নুর উল্লাহ জুয়েল (পিএসসি) স্থানীয় সকল জনসাধারণকে তাদের অপ্রয়োজনীয় পোষাক মানবতার দেয়ালে দান করার অনুরোধ করেছেন। যাতে এলাকার অসহায়, হতদরিদ্র মানুষগুলো মানবতার দেয়াল থেকে পোষাক নিয়ে তাদের সামান্যতম হলেও প্রয়োজন মেটাতে পারে।

সম্পর্কিত বিষয়: