রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:১৭, ৫ ফেব্রুয়ারি ২০২০

লংগদুতে

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদুতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনারের আয়োজন করা হয়েছে। 

বুধবার (৫ ফেব্রুয়ারী) লংগদু উপজেলা নির্বাহী কার্যালয়ের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের অর্থায়ন ও তত্বাবধানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু ও আনোয়ারা বেগম। প্রশিক্ষণ প্রদান করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের রাঙামাটির ইন্সট্রাক্টর শৈবাল কুমার বড়ুয়া। এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, মেম্বার, গনমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। 
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়