রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:০৭, ২২ মার্চ ২০২০

বাঘাইছড়িতে বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান

বাঘাইছড়িতে বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান

|| বাঘাইছড়ি প্রতিনিধি ||  রাঙামাটির বাঘাইছড়িতে বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু এই অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মাহমুদা বেগমসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু বলেন, আমরা নিয়মিত অভিযোগ পাচ্ছি বাজারের কিছু অসাধু ব্যাবসায়ী করোনা ভাইরাস কে পুঁজি করে লোকজনকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা লাভের আশায় বেশী দামে মালামাল বিক্রি করছে। তাই উপজেলা প্রশাসনের নিয়মিত কাজের অংশ হিসেবে আমরা বাজারে ব্যাবসায়ীদের সচেতন করতে অভিযান চালাচ্ছি। আমরা আপাতত ব্যবসায়ীদের সচেতন এবং সতর্ক করার চেষ্টা করছি এতে সংশোধন না হলে পরবর্তীতে জরিমানার আওতায় আনা হবে।

এছাড়াও নির্বাহী কর্মকর্তা বলেন, দেশে ও বাজারে পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ রয়েছে দাম বারার কোন কারণ নেই। অভিযান শেষে দুইটি খাবার হোটেল পরিদর্শন করে খাবারের মান ও পরিবেশ যাচাই করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়