রাঙামাটি । বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ১৮ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৮:৪০, ২২ মার্চ ২০২০

কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ আটক ১

কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ আটক ১

কাপ্তাই প্রতিনিধিঃ- কাপ্তাই থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গতকাল শনিবার (২১ মার্চ) কাপ্তাইয়ের ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের মূল গেইট সংলগ্ন ভবনের ডানপাশের রাস্তা হতে মোঃ জাকির হোসেন (৩৬) নামের এক মাদকসেবীকে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। 

এ ঘটনায় জড়িত বর্ণিত আসামীর ৩ জন সহযোগী পলাতক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাপ্তাই থানার এস আই মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে এ এস আই আবুল কালাম সঙ্গীয় ফোর্স সমেত শনিবার সন্ধ্যা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে নেমে উক্ত আসামী মোঃ জাকির হোসেনকে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট সমেত হাতেনাতে আটক করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ৩ মাদকসেবী পালিয়ে যেতে সক্ষম হয়।

কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদকসেবী মোঃ জাকিরসহ পলাতক ৩ আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে আটক ব্যক্তিকে রোববার (২২ মার্চ) রাঙামাটি বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বাকি আসামীদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়