রাঙামাটি । সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:২৬, ২৮ মার্চ ২০২০

জনকল্যাণে বাঙ্গালহালিয়া ব্লাড ব্যাংকের জীবাণুনাশক স্প্রে

জনকল্যাণে বাঙ্গালহালিয়া ব্লাড ব্যাংকের জীবাণুনাশক স্প্রে

রাজস্থলী প্রতিনিধিঃ- প্রাণঘাতী মহামারি নভেল করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে শনিবার (২৮ মার্চ) সকালে বাঙ্গালহালিয়া বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও যাত্রীছাউনি সহ বাঙ্গালহালিয়া ভাড়া বাসায় কলোনির মধ্যেও স্প্রে করেছে ব্লাড ব্যাংকের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, অভি বড়ুয়া, শাওন, পারভেজ, হাশেদ, রাজু, মোঃ খলিল, রাকিব, ইমন, সাজ্জাদ, রিদয়, ছোটন, জনি বড়ুয়া প্রমুখ।

ব্লাড ব্যাংকের এডমিন অভি বড়ুয়া বলেন, মানুষ মানুষের জন্য, সারা বিশ্বে নভেল করোনা ভাইরাসের কারনে জনমনে আতংক বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় স্বেচ্ছায় জনকল্যাণে বাঙ্গালহালিয়া বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ব্লাড ব্যাংকের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

সামনে বাঙ্গালহালিয়াবাসীর নিরাপত্তায় নভেল করোনা ভাইরাস প্রতিরোধে ব্লাড ব্যাংক সকল প্রকার সচেতনতামূলক কর্মকান্ড চালিয়ে যাবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়