রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৫৮, ১৯ মে ২০২০

করোনা প্রতিরোধে রাইখালীর বিভিন্ন হাটবাজারে প্রশাসনের অভিযান

করোনা প্রতিরোধে রাইখালীর বিভিন্ন হাটবাজারে প্রশাসনের অভিযান

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই উপজেলার  রাইখালী ইউনিয়নের  বিভিন্ন হাটবাজার এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত কল্পে কাপ্তাই উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান চালানো হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল রাইখালী ইউনিয়নের আওতাধীন রাইখালী বাজার এলাকা, নারানগিরি এলাকা, কারিগর পাড়া, মতি পাড়াসহ বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণ প্রতিরোধে অভিযান পরিচালনা করেন।

এ সময় কাপ্তাই সেনাবাহিনী ও পুলিশ বাহিনী অভিযান কার্যক্রমে সহযোগিতা করেন। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, সকলকে করোনা ভাইরাস হতে রক্ষা পাবার জন্য ঘরে থাকার এবং সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান।

উল্লেখ্য যে, রোববার (১৭ মে) সকালে রাইখালী বাজারে কিছু বহিরাগত ব্যবসায়ী দোকান পাট বসালে চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিনের নেতৃত্ব থানা পুলিশ ওই বাজার বন্ধ করে দেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়