রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৩২, ৯ সেপ্টেম্বর ২০২০

‘পাহাড়ে যতদিন অবৈধ অস্ত্র থাকবে, ততদিন এখানে কেউই নিরাপদ নয়’

‘পাহাড়ে যতদিন অবৈধ অস্ত্র থাকবে, ততদিন এখানে কেউই নিরাপদ নয়’

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে তৎকালীন শান্তিবাহিনীর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ৩৫ কাঠুরিয়া গণহত্যা দিবস উপলক্ষে শোক সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর কবির। 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি সাব্বির আহমেদ এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ সভাপতি নাদিরুজ্জামান, রবিউল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর ছিদ্দিক, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের নেত্রী মোরশেদ আক্তার, ছাত্র পরিষদের নেতা নাজিম আল হাসান প্রমুখ।

শোক সভা পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ হাবিব আজম হাবিব।

২৪ বছর পরও পাকুয়াখালী গণহত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়ে শোক সভায় বক্তরা বলেন, ১৯৯৬ সালে ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ জন কাঠুরিয়াদের তৎকালীন শান্তিবাহিনী মিটিং এর মিথ্যা আশ্বাস দিয়ে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এই নৃশংসতম গণহত্যার পর তদন্ত কমিটি গঠন করা হলেও আজো সেই তদন্ত রিপোর্ট আলোর মুখতো দেখেনি, ক্ষতিগ্রস্থ পরিবারদের পুনর্বাসন করা কথা থাকলেও কোন সরকার তাদের খবর রাখে নি।

বক্তারা আরো বলেন, লংগদুর পাকুয়াখালীতে ভয়াবহ নৃশংস হত্যাকান্ডে ক্ষতিগ্রস্থরা তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের সন্তানদের পেটে দুবেলা ভাল আহার জুটে না, তারা শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য মৌলিক চাহিদা থেকে এখনো বঞ্চিত রয়েছে। তাই পাহাড়ে যতদিন অবৈধ অস্ত্র থাকবে, ততদিন এখানে পাহাড়ি বাঙালি কেউ নিরাপদ নয়। পাহাড় থেকে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারসহ অবিলম্বে সরকার যদি এসব আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন ব্যবস্থা গ্রহণ না করলে পার্বত্যবাসি আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির নেতারা।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়