রাঙামাটি । রোববার, ১৯ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২০

বাঘাইছড়ি ইউএনওর মহানুভবতায় বিনামূল্যে ঔষধ পেলো হতদরিদ্র মহসিন

বাঘাইছড়ি ইউএনওর মহানুভবতায় বিনামূল্যে ঔষধ পেলো হতদরিদ্র মহসিন

ওমর ফারুক সুমনঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতুর মহানুভবতায় বিনামূল্যে ঔষধ পেলেন হতদরিদ্র দিনমজুর মহসিন (৫৫)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধা ৭টায় পুরো এক মাসের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয় হানি অপারেশনের রোগী দরিদ্র মহসিন কে। চৌমুহনী রাজা ফার্মেসি থেকে ঔষধ সরবরাহ করা হয়। 

দিনমজুর মহসিনের মৌখিক আবেদনের পেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় বাঘাইছড়ির স্থানীয় সংবাদকর্মী ওমর ফারুক সুমন এসব ঔষধ সরবরাহ করেন। 

এ সময় পুরো এক মাসের ঔষধ পেয়ে হতবিহবল হয়ে পড়ে দিনমজুর মহসিন (৫৫)। সে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা মৃতঃ- মনির আহম্মেদের ছেলে। জীবিকার তাগিদে তিনি বাঘাইছড়ি উপজেলায় বাস করছেন দীর্ঘদিন। 

হঠাৎ অসুস্থ হয়ে পরলে নিজ উদ্যোগে লংগদু রাভেদা মডেল হাসপাতালে অপারেশন করে সর্বশান্ত হন। মাত্র ৩ দিনের ঔষধ নিয়ে ফিরে আসে সে, ঔষধ শেষ হলে কোন উপায় না পেয়ে দারস্থ্য হন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতুর। সব কথা শুনে পুরো একমাসের ঔষধ কিনে দেয়ার নির্দেশ ও অনুরোধ করেন। পরে দ্রুততার সহিত তাকে ঔষধ সরবরাহ করা হয়।

আলোকিত রাঙামাটি