রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:০২, ২১ ফেব্রুয়ারি ২০২১

বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর ও শহীদ মিনার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোকসজ্জার আয়োজন করে উপজেলা প্রশাসন। এছাড়াও দিবসের শুরুতেই শহীদদের স্মরণ ও সম্মান জানাতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। এতে দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের ঢল নামে। 

পর্যায়ক্রমে ভাষা শহীদের স্বরনে বাঘাইছড়ি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২:০১ মিনিটে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধগণ, বাঘাইছড়ি সার্কেল, পৌরসভা মেয়র, বাঘাইছড়ি থানা, উপজেলা আওয়ামী লীগ, আনছার কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মারিশ্যা বিদ্যুৎ বিভাগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, রেডক্রিসেন্ট সোসাইটি, কাচালং সরকারী কলেজে, দর্জী সমবায় সমিতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সহ বিভিন্ন সামাজিক, সংগঠন, রাজনৈতিক সংগঠন, উপজেলা বিএনপি, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউট বাঘাইছড়ি, প্রেস ক্লাব বাঘাইছড়ি কৃষকলীগ, সেচছাসেবকলীগ শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন। 



এরপর এক সংক্ষিপ্ত আলোচনায় শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়