রাঙামাটি । সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১

মেহেরাজ হোসেন সুজন (নানিয়ারচর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৫৮, ৫ মার্চ ২০২১

নানিয়ারচরে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা

নানিয়ারচরে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা

মেহেরাজ হোসেন সুজন (নানিয়ারচর) প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচর উপজেলায় এবার কৃষকেরা ধান ও তামাকের তুলনায় ভুট্টা আবাদের দিকে বেশ ঝুঁকছেন। তুলনামূলক কম পুঁজি ও নামমাত্র পরিচর্যায় অনেক ভালো ফলনের সুযোগ ও স্বল্প খরচে অধিক লাভের বিষয়টি জানার পর থেকে ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন পাহাড়ের কৃষকরা।

নানিয়ারচর উপজেলা কৃষি অফিসার মোঃ ইমতিয়াজ আলম জানান, নানিয়ারচর উপজেলায় এ বছর প্রায় ৪০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। দানাদার খাদ্য হিসেবে ভুট্টা চাষে কৃষকদের বাড়তি আগ্রহ রয়েছে, অধিক লাভবান হওয়ায় ধান ও তামাক চাষ থেকে ভুট্টা চাষে ঝুঁকছেন পাহাড়ের স্থানীয় কৃষকরা।

চাষি মোঃ আলীম মিয়া এ বছর ৩০ হাজার টাকা আয়ের স্বপ্ন দেখছেন এই ভুট্টা চাষে। তিনি বলেন, এ বছর ১৫ শতক জমিতে বর্গা নিয়ে ভুট্টাচাষে তার খরচ হয়েছে ১০ হাজার টাকা। গেল বছরে ২০ শতক জমিতে বর্গা নিয়ে ১৪ হাজার টাকা ব্যয়ে আবাদ করে ২৬ হাজার টাকা আয় করেছেন তিনি।

অন্যদিকে, স্থানীয় কৃষকরা জানায় নিজ জমিতে ভুট্টা চাষ করে প্রায় খরচের ৫ গুন আয় করা সম্ভব।
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়