রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

মেহেরাজ হোসেন সুজন (নানিয়ারচর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৩৫, ৯ মে ২০২১

নানিয়ারচরে করোনা আক্রান্ত ব্যক্তির মাঝে ইউএনও`র মানবিক সহায়তা

নানিয়ারচরে করোনা আক্রান্ত ব্যক্তির মাঝে ইউএনও`র মানবিক সহায়তা
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

মেহেরাজ হোসেন সুজন (নানিয়ারচর) প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচররের দূর্গম বুড়িঘাটে এক জৈনিক ব্যক্তি জ্বর, শর্দি ও কাশি নিয়ে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি হলে চলতি মাসের প্রথম দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত করেন। তা জানতে পেরে আক্রান্ত ব্যক্তিকে পারবারিক হেফাজতে নিজ বাসায় রাখা হয়।

বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন অবগত হলে ৩ মে পরিবার সহ বাড়িটি কে রেড জোন ও লকডাউন ঘোষণা করেন পাশাপাশি আক্রান্ত পরিবারের মাঝে ত্রাণ সাহায্যর মাধ্যমে পাশে দাঁড়ায় উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি। 

শনিবার (৭ই মে) বিকেলে স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে আক্রান্ত ব্যক্তির পরিবারের মাঝে এসকল ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়।

ত্রাণ সামগ্রীর মাঝে চাল ২০ কেজি, আলু ৪ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, লবন ২ কেজি, সেমাই ৪ কেজি, চিনি ২ কেজি ও ৪ প্যাকেট নুডুলস বিতরণ করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়