রাঙামাটি । সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৫:২৭, ১৭ জুন ২০২১

নানিয়ারচরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড

নানিয়ারচরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- রাঙামাটির নানিয়ারচর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তথ্য অনুযায়ী করোনা ভাইরাস এর শুরু হতে এ পর্যন্ত কারো মৃত্যু না হলেও আক্রান্ত সংখ্যা ১৪ জন, সর্বশেষ উপজেলার ঘিলাছড়ি এলাকায় চলতি মাসের ১০ তারিখ চল্লিশার্ধো এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে চলমান কোয়ারান্টাইনে রয়েছে। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ও সংক্রমণ এড়াতে উপজেলার ঘিলাছড়ি ও বগাছড়ি বাজারে (১৭ ই জুন) রবিবার সকালের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমান আদালতটি পরিচাললনা করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি।

এ সময় কোভিড-১৯ আইন ২৬৯ ধারা মোতাবেক মাস্ক পরিধান মাস্ক বিহীন চলাফেরা করার দায়ে ব্যবসায়ী ও পথচারী ১০ জনকে ১৮ শত টাকা জরিমানা করা হয়। 

নানিয়ারচর থানা এস আই মোঃ মাহাবুব হোসেনসহ পুলিশ সদস্যরা এ অভিযানে সহায়তা করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়