রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৪৫, ৫ আগস্ট ২০২১

রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে শিল্পীদের নগদ অর্থ প্রদান

রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে শিল্পীদের নগদ অর্থ প্রদান
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- করোনাকালীন পরিস্থিতিতে সরকার সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, করোনা মোকাবেলার পাশাপাশি বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের মানুষদেরকে স্বাবলম্বী করে তুলতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের কল্যাণে সব সময় কাজ করছে বলেও জানান।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে করোনা পরিস্থিতিতে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরির শিল্পীদের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য সবির কুমার চাকমা, সদস্যা ঝর্ণা খীসা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জেলার ১৩৩ জন বিভিন্ন ক্যাটাগরি শিল্পীকে ৩ হাজার টাকা করে ৩ লক্ষ ৯৯ হাজার টাকা প্রদান করা হয়। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়