রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:১৫, ১ অক্টোবর ২০২১

বাঘাইছড়িতে মিশ্র ফল ও মসলা বাগান পরিদর্শনে পার্বত্য সচিব

বাঘাইছড়িতে মিশ্র ফল ও মসলা বাগান পরিদর্শনে পার্বত্য সচিব

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি সংবাদ দাতাঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ে চাষাবাদ করা মিশ্র ফল বাগান ও উচ্চ মূল্যের মসলা বাগান প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় অধিশাখা বিভাগের অতিরিক্ত সচিব আবুল কালাম খান (এনডিসি)।

শুক্রবার (১ অক্টোবর) সাজেক হয়ে সড়ক পথে বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের সাত কিলোমিটার এলাকায় দুইটি মিশ্র ফল ও উচ্চ মূল্যের মসলা বাগান পরিদর্শন করেন।

২০১৯ ও ২০২০ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়ানে বাগান দুটি গড়ে তুলেছেন লম্বা চাকমা নামে স্থানীয় এক চাষী। বাগান দুটি পরিদর্শন করে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর ও বাগান মালিকের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বাগান পরিদর্শন শেষে দুপুর ২টায় বাঘাইছড়ি জেলা পরিষদ বিশ্রামাঘারে পৌঁছালে জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা ফুল দিয়ে অতিরিক্ত সচিব আবুল কালাম খান ও তার সফর সঙ্গীদের ফুল দিয়ে বরণ করেন। পরে এক ঘন্টা বিশ্রাম ও দুপুরের খাবার শেষে নদী পথে রাঙামাটির উদ্দেশ্য বাঘাইছড়ি ছেড়ে যান।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়