রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৫৯, ১৩ অক্টোবর ২০২১

রাজস্থলীতে প্রবারণা পূর্ণিমার অনুদান পেল ৫১টি বৌদ্ধ বিহার

রাজস্থলীতে প্রবারণা পূর্ণিমার অনুদান পেল ৫১টি বৌদ্ধ বিহার

রাজস্থলী প্রতিনিধিঃ- প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৫১টি বৌদ্ধ বিহারে ৫শ’ কেজি করে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রতিটি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের হাতে এ অনুদান প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম।

এ সময় ইউএনও শান্তনু কুমার দাশ বলেন, প্রবারণা উপলক্ষে সরকারের পক্ষ থেকে রাজস্থলী উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের জন্য ২৫.৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। তিনি আরো বলেন, প্রতিটি মানুষের কাজে কর্মে প্রবারণা পূর্ণিমার আলোয় উল্লাসিত হউক।

বিতরণ কালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, সাংবাদিক, আজগর আলী খান, চাউচিং মারমাসহ সরকারি কর্মকর্তাগণ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়