রাঙামাটি । সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৪৭, ২২ অক্টোবর ২০২১

নানিয়ারচরে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

নানিয়ারচরে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

নানিয়ারচর প্রতিনিধিঃ- ধর্মীয় আনুষ্ঠানিকতায় চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলাগুলোর বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব (২০২১) শুরু হয়েছে। বিহারে বিহারে শুরু হয়েছে এই উৎসব। 

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ অক্টোবর) রাঙামাটির জেলার নানিয়ারচর উপজেলার খামার পাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়।

এই উৎসবে এ বছর কাপড় বুননের আনুষ্ঠানিকতা হয়নি। এর পরিবর্তে হাজার বাতি প্রজ্জ্বলন করা হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠানে শত শত বৌদ্ধ নর-নারী অংশগ্রহণ করেন। 

খামার পাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহার ও কঠিন চীবর দান উদযাপন কমিটির সভাপতি শান্তি রনঞ্জন কারবারী ও সাধারণ সম্পাদক শুদ্ধোধন চাকমার তত্বাবধানে আয়োজনের প্রধান বৌদ্ধ ভিক্ষু হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমৎ চাইন্দ্যাচুরা মহাথেরো এবং নানিয়ারচর উপজেলার বিভিন্ন বিহারের বৌদ্ধ ভিক্ষু প্রধানরা উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়