রাঙামাটি । সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৪৫, ৩০ অক্টোবর ২০২১

জুরাছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

জুরাছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- জুরাছড়ি উপজেলায় “মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের ফটক থেকে র‌্যালী শুরু হয়। এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রর্বতক চাকমা অংশগ্রহণ করেন।


পরে আলোচনা সভায় থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান সাধন কুমার চাকমা, যক্ষা বাজার সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ লোকমান হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তপন কান্তি দে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ কাউসার আহমদ, মোটরসাইকেল মালিক সমিতির সভাপতি ইমন চাকমা প্রমূখ।

সভায় থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম বলেন, জঙ্গি, মাদক ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশ ও জোরালো ভূমিকা পালন করছে। অপরাধ দমনে কমিউনিটি পুলিশ প্রতিনিয়ত নানা তথ্য-উপাত্ত পুলিশকে অবহিত করছে এবং সে আলোকে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ফলে সামাজিক অপরাধীর প্রভাব আরো কমে এসেছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়