রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:২৭, ২৯ নভেম্বর ২০২১

চতুর্থধাপের ইউপি নির্বাচনে নানিয়ারচরে যাচাই বাছাই

চতুর্থধাপের ইউপি নির্বাচনে নানিয়ারচরে যাচাই বাছাই

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চতুর্থধাপের ইউপি নির্বাচনে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে এই যাচাই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

যাচাই বাছাইয়ের ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ভূপতি রঞ্জন চাকমা জানায়, উপজেলার চারটি ইউনিয়নের ১৪ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাছায়ে বাংলাদেশের ব্যাংক হতে ঋণখেলাপি পত্র পাওয়াতে ২নং নানিয়ারচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যোতিলাল চাকমার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে এবং ৩নং বুড়িঘাট ইউনিয়নের প্রার্থী প্রমোদ খীসার বিষয়ে অভিযোগ পাওয়ায় বিষয়টি তদারকি করে ঊর্ধ্বতন কর্মকর্তার সিদ্ধান্ত মতে বিকেলে জানানো হবে এবং বাতিল হওয়া প্রার্থীর জেলা নির্বাচন কার্যালয়ে আপিলে সুযোগ রয়েছে সেখান থেকে সিদ্ধান্ত মোতাবেক কার্য সম্পাদনা করা হবে।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে চার ইউনিয়নের মোট ৩২ জন এবং সাধারণ সদস্য পদে চার ইউনিয়নের মোট ২০৭ জন সকলের প্রার্থীতা বহাল রয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়