জেএসএস (সন্তু)’র সামরিক কমান্ডার আবিষ্কার চাকমাকে গুলি করে হত্যা

রাঙামাটির বন্দুকভাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে জেএসএস (সন্তু)’র সামরিক কমান্ডার আবিস্কার চাকমা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় রাঙামাটির সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গার কিচিং এলাকায় প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জেএসএস (সন্তু)’র সামরিক কমান্ডার আবিস্কার চাকমা।
নিহত আবিস্কার চাকমা বাঘাইছড়ির সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে। আবিস্কার চাকমা নিহত হওয়ার বিষয়টি তার পিতা মিন্টু চাকমা নিশ্চিত করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, মঙ্গলবার সকালে প্রতিপক্ষের অতর্কিত সশস্ত্র হামলায় আবিস্কার চাকমা নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে কোতয়ালী থানা পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। লাশ এখনো পাওয়া যায়নি। লাশ পাওয়া গেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
আলোকিত রাঙামাটি