রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:৫৭, ২৭ জানুয়ারি ২০২২

কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন অনুষ্ঠিত

 


সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইমাম সম্মেলন বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরী'তে অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কাপ্তাই উপজেলা শাখা এই ইমাম সম্মেলনের আয়োজন করে।

ইফার কাপ্তাই উপজেলা ফিল্ড সুপারভাইজার এম মঈনুল আলম মুবিন এতে সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই থানার ওসি  জসিম উদ্দিন।

কাপ্তাই উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সোলাইমানের সঞ্চালনায় সম্মেলনে কাপ্তাই উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম এবং ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুল সমুহের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে আলেম ওলামাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ইসলাম একটি শান্তির ধর্ম। প্রতিটি মসজিদে ইমামগণ সন্ত্রাস, জঙ্গীবাদ এবং ইসলামের শান্তির বাণী যেন সকলের মাঝে বিলিয়ে দেন সে আহ্বান জানানো হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়