রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২২

বাঙ্গালহালিয়াতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বাঙ্গালহালিয়াতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার উদ্যোগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ৩নং বাঙ্গালহালিয়া ইউপি সম্মেলন কক্ষে সম্প্রীতি সমাবেশ, নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ওপেন হাউজ ডে এবং বিট পুলিশিং আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু ছালেহ।

পুলিশ সদস্য আরাফাত এর সঞ্চালনায় ওসি তদন্ত ইসতিয়াক আহম্মদ এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের হাওলাদার, মোঃ কামাল হোসেন, এমদাদুল হক, শিমুল দাশ, ক্যাসিংহলা মারমা, ইখ্যাইমং মারমা, মহিলা সদস্য সালমা আক্তার, বাপ্পী দেসহ গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, সমাজের যেকোন সমস্যা, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিং সহ সকল প্রকার অপরাধমূলক কাজে পুলিশ অত্যন্ত সতর্ক ও সজাগ। তাই আপনারাও আপনাদের চারিপাশে ঘটে যাওয়া যেকোন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার পরামর্শ জানান তিনি এবং প্রশাসন কে সকল প্রকার সহযোগীতা করার আহবান জানান।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়