রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

সেনাবাহিনীকে জড়িয়ে আবারও ‘হিল ভয়েসের অপপ্রচার’পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:১১, ২৬ এপ্রিল ২০২২

লংগদুতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেলেন ১০ গৃহহীন পরিবার

লংগদুতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেলেন ১০ গৃহহীন পরিবার

 


মুজিববর্ষ উপলক্ষে দেয়া রাঙামাটির লংগদু উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ‌‘ক’ শ্রেণীর আওতায় জমিসহ ঘর এবাবের ঈদ উপহার হিসেবে ১০টি পরিবার পেলেন পাকা ঘর।

মঙ্গলবার (২৬ এপ্রিল)  ৩য় পর্যায়ে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘরের ঈদ উপহার হিসেবে হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবহিকতায় লংগদুতে ১০টি পাকা ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জায়গার দলিল ও ঘরের ছাবি হস্তান্তর করা হয়েছে।

উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।

সাংবাদিক আরমান খানের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যনা সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরী ফারুক। এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, এলাকার জনসাধারণ ও ঘর প্রাপ্ত পরিবারের লোকজন এ সময় উপস্থিত ছিলেন। 

সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩য় ধাপে ঘর হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য দেখানো হয়। এরপর সুবধিাভোগী ১০টি পরিবারে নিকট ঘরের চাবি ও জায়গার দলিল হস্তান্তর করা হয়। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়