রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৫২, ২৬ সেপ্টেম্বর ২০২২

নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রাঙামাটির নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।

এ সময় নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর জোন সুদক্ষ দশের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মনু মিয়াসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সম্প্রতি (ইউপিডিএফ) মূল দলের চাঁদাবাজির হেনস্তার শিকারে নেসলে কোম্পানির ১৬ কার্টন শিশুতোষ খাদ্য ছিনতাই করে রাখা ও মোটরসাইকেল ছিনতাই করা প্রসঙ্গে কথা বলে এই ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সড়কে চাদাঁবাজি বন্ধ করতে সেনাবাহিনীর চেকপোস্ট বাড়ানো দরকার। এবং আসন্ন দুর্গাপূজায় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে ব্যবস্থাসহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা নিয়ে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়