রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২২

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ
​​​​​​​বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করছেন ইউএনও মুনতাসির জাহান।

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানেএর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ডেপুটি কমান্ডার ইস্রাফিল হোসেন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলার মোট ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেওয়া হয়। এরমধ্যে ১৫ জন মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সারাদেশের বীর মুক্তিযোদ্ধাগণ এই পরিচিতি কার্ড পাচ্ছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়