রাঙামাটিতে ছুরিকাঘাতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার

রাঙামাটি সদর উপজেলার রাঙ্গাপানির মোনঘর শিশু সদনের ভোজনশালার পিছনে প্রভাত চাকমা (৪৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রবর্তক চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া গ্রামের মৃত. রমনি মোহন চাকমার ছেলে। তিনি রাঙামাটি শহরের দেবাশীষ নগরে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যার দিকে মোনঘর শিশু সদনের ভোজনশালার পিছনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে প্রভাত চাকমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত প্রভাত চাকমার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার নিহতের স্ত্রী মনিকা চাকমা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।