রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১০:২৫, ২৪ অক্টোবর ২০১৯

নানিয়ারচরে বুড়িঘাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফি ও সম্পাদক মালেক

নানিয়ারচরে বুড়িঘাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফি ও সম্পাদক মালেক

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে, বুধবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো: খোরশেদ আলম এর সভাপতিত্বে নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি এজাজ নবী রেজা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নুর জামান, সিনিয়র সহ-সভাপতি মো: নুরুল ইসলামসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠন নেতা-কর্মীগণ উপস্হিত ছিলেন।

এ সময় সম্মেলনে বক্তাগণ বলেন, দেশে আজ অনির্বাচিত ও অবৈধ সরকার ক্ষমতায় আছে বলেই শিক্ষাঙ্গন, বিশ্ববিদ্যালয়সহ সর্বক্ষেত্রে অস্হিরতা সৃষ্টি হয়েছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করে তারা বলেন, ভারতের সাথে অসম চুক্তির বিরোধীতা করায় বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রলীগের টর্চারসেল আছে বলে উল্লেখপূর্বক বক্তারা বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি দাবী জানান।

ত্রি-বার্ষিক সম্মেলনে শফি আলমকে সভাপতি, আব্দুল মালেককে সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করে বুড়িঘাট ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়