রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

খেলা ডেস্কঃ-

প্রকাশিত: ১১:০৭, ২৭ অক্টোবর ২০২৩

সিরিজ জয়ের লক্ষ্যে নামছে টাইগ্রেসরা

সিরিজ জয়ের লক্ষ্যে নামছে টাইগ্রেসরা
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে পাকিস্তান নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত জয়ে সিরিজের প্রথম টি-২০তে জয় তুলে নিয়েছিল টাইগ্রেসরা। স্বাভাবিকভাবেই এক ম্যাচে হাতে রেখেই সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটি জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিকে পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনো টি-২০ সিরিজ জেতেনি বাংলাদেশের মেয়েরা। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এখন ১৯ বার মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে তিন জয়ের বিপরীতে ১৫টিতে হেরেছে টাইগ্রেসরা। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি আইসিসির র‌্যাংকিংয়েও একধাপ এগিয়ে পাকিস্তান।

সবশেষ দুই দেখায় জয়ের পাল্লা ভারি বাংলাদেশেরই। গত মাসে নারীদের এশিয়ান গেমস ক্রিকেটের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল জ্যোতিরা। সে ধারাবাহিকতা ধরে রেখে চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচেও ৫ উইকেটে জেতে স্বাগতিকরা।

চলমান সিরিজের প্রথম টি-২০তে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে একাই ধস নামিয়েছিলেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার। তার স্পিন বিষে নীল হয়ে ৮২ রানেই গুটিয়ে গিয়েছিল সফরকারী দল। জবাব দিতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নৈপুণ্যে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগ্রেসদের লক্ষ্য এবার দ্বিতীয় ম্যাচে জয় তুলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা।

আগামী ২৯ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। পরে একই মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দু’দল। এরপর মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ৪, ৭ ও ১০ নভেম্বর।

জনপ্রিয়