রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

খেলা ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:১৫, ২৭ অক্টোবর ২০২৩

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

শফিকের পর ইমামকে ফেরালেন জানসেন

শফিকের পর ইমামকে ফেরালেন জানসেন
ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে পাকিস্তান। যেখানে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরের পথ ধরেছেন ইমাম-উল-হক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬.৩ ওভারে দুই উইকেটে ৩৮ রান।

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ইমাম-উল-হক ও আবদুল্লাহ শফিক। ম্যাচের শুরুতে দেখেশুনে খেলতে থাকেন তারা। এভাবে নির্বিঘ্নে তিন ওভার কাটিয়ে দেন এ দুই ব্যাটার।

ম্যাচের চতুর্থ ওভারে মার্কো জানসেনের বলে লুঙ্গির তালুবন্দী হন শফিক (৯)। তার বিদায়ে উইকেটে আসেন পাকিস্তান দলপতি বাবর আজম। এরপরই উইকেট বিলিয়ে দেন পাকিস্তান ওপেনার ইমাম। তাকেও সাজঘরের পথ দেখান জানসেন।

এরপর বাইশ গজে আসেন মোহাম্মদ রিজওয়ান। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছে বাবর আজম।

এখন বাবর ১১ ও রিজওয়ান ৪ রানে অপরাজিত আছেন।

জনপ্রিয়