রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১০:১৬, ১১ অক্টোবর ২০২০

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসক নিহত

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসক নিহত

ছবি:- আলোকিত রাঙ্গামাটি 


নিজস্ব প্রতিবেদকঃ- বান্দরবান সদর উপজেলা জামছড়িতে শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। নিহত বাচমং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জামছড়ি বাজারে কোনো কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা পল্লি চিকিৎসক বাচমং মার্মাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি তার পাশের দোকানে কথা বলছিলেন। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। গুলি করার পর সন্ত্রাসীরা নিহতের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে জামছড়ি বাজারে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় একজন নিহত হয়েছেন। কারা তাকে গুলি করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়