রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:২৫, ২৬ ডিসেম্বর ২০২০

ভারত থেকে চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে খালাস

ভারত থেকে চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে খালাস

চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে খালাস


ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালানের চার হাজার টনের বেশি খালাস হয়েছে চট্টগ্রাম বন্দরে। পাঁচ ধাপে এসব চাল আমদানি করছে সরকার। দুই ধাপে ভারত থেকে একলাখ টন চাল আনার বিষয়টি চূড়ান্ত হলেও, বাকি তিন ধাপে দেড়লাখ টন কোন দেশ থেকে আনা হবে সেটি এখনও ঠিক হয়নি। এদিকে, আমদানির খবরে খাতুনগঞ্জে কেজিপ্রতি চালের দাম কমেছে ২ টাকা।

সবশেষ ২০১৭ সালে বিদেশ থেকে চাল আমদানি করেছিল সরকার। এবার মোট আড়াই লাখ চাল আনতে চায় খাদ্যমন্ত্রণালয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতের কলকাতা বন্দর থেকে প্রথম কিস্তির ৪ হাজার ১১৩ মেট্রিক টন সেদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে।

খাদ্য বিভাগ বলছে, সরকার ইতোমধ্যে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে চাল কিনেছে। পাশাপাশি, বাজার স্বাভাবিক রাখতে আমদানি করছে সরকার।

এদিকে চাল খালাস ঘিরে সর্তক অবস্থায় চট্টগ্রাম বন্দর। বর্হিনোঙরে জাহাজ আসার সাথে সাথেই গুনাগুন যাচাই ও দ্রুত খালাসের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরে চালের জাহাজ আসার খবরে ইতোমধ্যে কমেছে এ নিত্যপণ্যের দাম। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মোটা চালের দাম ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৩ থেকে ৪৪ টাকায়।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়