রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:২৪, ৩০ জানুয়ারি ২০২০

লংগদুতে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

লংগদুতে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

লংগদু প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ, নারী ও শিশু  নির্যাতন, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লংগদু উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় বাস্তবায়নে ও উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়।

বিদ্যালয়ের শিক্ষক উছমান গনি এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সমিরন ভট্টাচার্য।

সভায় শতভাগ সহায়তা প্রদান করেন লংগদু উপজেলা পরিচলন উন্নয়ন প্রকল্প (ইউজিপিডি)।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়