রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:২৬, ৩০ জানুয়ারি ২০২০

কলমপতি ইউনিয়নে পুষ্টি বিষয়ে বাৎসরিক বাজেট পরিকল্পনা অনুষ্ঠিত

কলমপতি ইউনিয়নে পুষ্টি বিষয়ে বাৎসরিক বাজেট পরিকল্পনা অনুষ্ঠিত

কাউখালী উপজেলায় লিন প্রকল্পের সহযোগীতায় কলমপতি ইউনিয়ন পরিষদে পুষ্টি বিষয়ে বাৎসরিক বাজেট পরিকল্পনা (২০১৯-২০২০) প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৷ 
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) কলমপতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজই মারমার সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন, লিন প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর বাবু জ্ঞান বিকাশ চাকমা, কলমপতি ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্যগণসহ ইউনিয়ন পর্যায়ে দায়িত্বরত কৃষি বিভাগ, সমাজ সেবা, মৎস্য বিভাগ, প্রাণী সম্পদ কর্মকর্তা, হেডম্যান ও কার্বারী প্রতিনিধিবৃন্দ ৷

ক্যজই মারমা বলেন, পুষ্টি একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ এ বিষয়ে সকল শ্রেণী বা পেশাজীবি মানুষের কাছে জানা থাকা খুবই জরুরি ৷ অন্যথায় ভবিষ্যত প্রজন্মের কাছে আমরা কিছুই আশা করতে পারিনা ৷ তাই পুষ্টির সচেতনতা ও উন্নয়নের বিষয়ে লিন প্রকল্পের সাথে স্বাস্থ্য বিভাগ, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানান ৷ 

তিনি লিন প্রকল্পকে উদ্দেশ্য করে বলেন, যেকোনো কাজ কলমপতি ইউনিয়নে বাস্তবায়ন করার আগে ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় রাখতে হবে এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনগণের কাছে যাতে সচেতনতাবৃদ্ধি ঘটে সে জন্য সঠিকভাবে কাজ করার অনুরোধ করেন৷

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়