রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

সেনাবাহিনীকে জড়িয়ে আবারও ‘হিল ভয়েসের অপপ্রচার’পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৩৫, ২৯ মার্চ ২০২০

কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসক

কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসক

॥ রাঙামাটি সদর প্রতিনিধি ॥ করোনা ভাইরাস আতংকে ঘরে থাকা রাঙামাটির কর্মহীন আড়াই হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

গত তিন দিনে রাঙামাটি পৌর শহর ও ১০ উপজেলার কর্মহীন মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ ও ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।

আজ রাঙামাটি পৌরসভার রসুলপুর এলাকায় ৫০ টি পরিবারের হাতে খাদ্য সহাযতা তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। এ সময় ৭ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ জামাল উদ্দিন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, রাঙামাটি জেলায় এই পর্যন্ত আড়াই হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের কাছে এখনো খাদ্যশস্য মজুত রয়েছে। করোনা ভাইরাস আতংকে যারা কাজে যেতে পারছে না তাদের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা পৌছে দেয়াই হচ্ছে আমদের মূল লক্ষ্য কেউ যাতে বলতে না পারে সরকার তাদের পাশে নেই। তিনি বলেন, আগামী দিন গুলোতেও সরকার তাদের পাশে থাকবে এবং খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।

তিনি সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে এই সংকট মোকাবেলা করতে আমাদের বেগ পেতে হবে না।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়