রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:১৬, ২৩ জুন ২০২০

নানিয়ারচরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি

নানিয়ারচরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি

নানিয়ারচর প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচরে করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় নানিয়ারচর উপজেলায় রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১,২০০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন (৭ ইবি) এর কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কাইয়ুম হোসেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত সকলের অবগতির জন্য বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকারের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। করোনা ভাইরাস এর সংক্রমণ মোকাবিলায় সরকারের পক্ষ হতে প্রশাসন কর্তৃক সর্বপরি চেষ্টা করা হবে। করোনা প্রাদুর্ভাবের পরিস্থিতিতে ত্রাণের সুষম বন্টন নিশ্চিত করে সর্বপরি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়